Wednesday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৮ মে, ২০২৩ এ ১২:১০ PM

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

কন্টেন্ট: পাতা

১। বর্তমান অর্থ বছরে এডিপি অর্থ দ্বারা ফরমালিন পরীক্ষার জন্য কীট বক্স ক্রয়ের জন্য সর্বসম্মতি ক্রমে ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
২। নবগঠিত সমিতিগুলোর সঞ্চয় আদায় লক্ষ্যমাত্রা ও সঞ্চয় আদায় সন্তোষ জনক না হওয়ায় ১৫জুন/২০১৪খ্রিঃ তারিখের মধ্যে আদায়     সন্তোষজনক করারজন্য নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীদের বেতন/ভাতাদি বন্ধরাখার  সিদ্ধান্ত গৃহীত হয়।
৩।৩.১। বিবিধ আলোচনাঃ (ক)  জনাব আবুল বাসার আকন্দ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফুলপুর, ময়মনসিংহ সভায় জানান যে, উপজেলা পরিষদের সকল বিভাগীয় অফিসে কার্যক্রম পরিদর্শন করা হবে। সে মোতাবেক প্রত্যেক অফিসের কার্যক্রমের ফাইল প্রস্ত্তত রাখার জন্য অনুরোধ জানান। তাছাড়াও তিনি জানান অনেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক না থাকায় ডেপুটেশনের মাধ্যমে শিক্ষক সমন্বয় করার জন্য সভায় গুরুত্ব আরোপ করেন। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসারকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।

(খ) উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা প্রত্যেক মাসের ২২ (বাইশ) তারিখ অনুষ্ঠিত হবে। ২২(বাইশ) তারিখ সরকারী ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে সভা অনুষ্ঠিত হবে। সভায় বিস্তারীত আলোচনা ক্রমে সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

ফাইল ১
ফাইল ২

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ১

ডাউনলোড করুন

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ২

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন