ত্রিশাল, ময়মনিসিংহ
ত্রিশাল বাস স্ট্যান্ড থেকে ০৪ কিঃমিঃ পশ্চিমে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সেখান থেকে মাত্র আধা কিঃমিঃ পশ্চিমেই নজরুল স্মৃতি বিজড়িত নজরুল স্মৃতিকেন্দ্র, বিচুতিয়া ব্যাপারী বাড়ী, নামাপাড়া, ত্রিশাল, ময়মনসিংহে অবস্থিত। সড়ক যোগাযোগের সুব্যবস্থা রয়েছে। ত্রিশাল বাস স্ট্যান্ড থেকে রিকশা যোগে সহজেই এখানে আসা যায়।
0
বাংলা সাহিত্যের অসামান্য প্রতিভার অধিকারী মহান কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৈশোর কালের নিছু সময় কেটেছে ekhane. ১৯১৪ সালের প্রথম দিকে বর্ধমানের আসানসোলের রুটির দোকানে কাজ করার সময় আমাদের প্রিয় কবিকে ত্রিশালে নিয়ে আসেন। বর্তমানে আবস্থিত স্মৃতিকেন্দ্রে বিচুতিয়া ব্যাপারী-র বাড়ীতে-ই কবি জায়গীর থাকতেন। এখান থেকেই কবি দরিরামপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন এবন প্রথম স্থান অধিকার করেন। কবি যে ঘরটিতে থাকতেন সেই কুঁড়ে ঘরটি আজ আর নেই। পরবর্তীতে সংস্কৃতি বিষয়ক মণত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সেই স্থানটিতে কবির স্মৃতিকে ধরে রাখার জন্য একটি ঘর নির্মাণ করে। এছাড়া এখানে কবির স্মৃতিকে ধরে রাখার জন্য একটি যাদুঘর, লাইব্রেরী এবং অডিটরিয়াম নির্মান করা হয়েছে। যাদুঘরে কবির স্বহস্তে লিখিত বেশ কিছু দুর্লভ পান্ডুলিপি,কবির ব্যবহৃত কিছু দুস্প্রাপ্য সামগ্রী এবং কবির কর্মময় জীবনের বেশ কিছু দুর্লভ আলোকচিত্র সরক্ষিত রয়েছে। এই স্থানটি শুধুমাত্র নজরুল গবেষক-ই নয় সাধারণ মানুষের জন্য ও একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। দেশ বিদেশের খ্যাতিমান নজরুল গবেষক,শিল্পীগণ এবং তদুপরি দেশের বরেণ্য ব্যক্তিবর্গ এই কেন্দ্রটি ভ্রমনে এসে বেশ কিছু গাছের চারা রোপন করেছেন। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী র এখানে আগমন ঘটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস