Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
বিস্তারিত

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম এবং একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়টি ত্রিশাল উপজেলা সদরে অবস্থিত যা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামে সুপরিচিত। যে স্থানে বিশ্বব্দ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে তা সাধারণ মানুষের নিকট বটতলা নামে পরিচিত যে বটতলাতে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর কৈশোরকালীন ত্রিশালে অবস্থানকালীন সময়ে বসে বাশী বাজাতেন।

বিশ্ববিদ্যালয়টি স্থানীয় জনগণের ঐকান্তিক প্রচেষ্টা ও দাবীর প্রেক্ষিতে সরকার ২০একর আয়তন বিশিষ্ট এ বিশ্ববদ্যালয় ২০০৫ সালে প্রতিষ্ঠা করে। ২০০৭ সালের ৩ জুন ১৮৫ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের সূচণা হয়। ত্রিশাল সদর হতে ১.৫ কিমি, ময়মনসিংহ শহর হতে ২২ কিমি এবং ঢাকা শহর হতে ১০০কিমি দূরত্বে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, কলা অনুষদ এবং ব্যবসা প্রশাসন অনুষদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে মোট ৩৫টি বিভাগ রয়েছে। বিস্ববিদ্যালয়টিতে দুটি হল রয়েছে-অগ্নিবীণা হল এবং দোলন চাঁপা হল। অধ্যাপক ডঃ মোহাম্মদ শামসুর রহমান বিশ্ববিদ্যলাওয়ের প্রথম উপাচার্য ছিলেন। ২০০৯ সালের ২২ এপ্রিল হতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডঃ সৈয়দ গিয়াস উদ্দিন আহমেদ দায়িত্বভার গ্রহণ করেন।