ময়মনসিংহ জেলা নদ-নদী আকীর্ণ হওয়ায় সর্বত্র যাতায়াতের জন্য অতীতে সড়ক যোগাযোগ অনতম। ত্রিশাল উপজেলা ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের মধ্য স্থলে অবস্থিত। উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিদ্যমান । উল্লেখ্য, ত্রিশাল উপজেলাটি ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পাশে অবস্থিত । ঢাকা-ময়মনসিংহ যাতায়াতের জন্য সড়ক পখ ভ্রমণই সবচেয়ে আরামদায়ক ও তুলনামূলকভাবে বেশি নিরাপদ। ঢাকার টার্মিনাল থেকে প্রতিরাতে বেশ সংখ্যক গাড়ী ময়মনসিংহ আসে। এছাড়া ঢাকার গুলিস্থান বা যাত্রাবাড়ী থেকে বি আর টি সি সহ অন্যান্য পরিবহনে মাওয়া এসে ফেরী,লঞ্চ বা বি আর টি সি সহ অন্যান্য পরিবহনে ত্রিশাল আসা যায় । অসি সম্প্রতি ঢাকা- রুটে এনা, সৌখিন পরিবহন ও বি আর টি সি’র এ সি সার্ভিস চালু হয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস