গত ২৮/০৪/২০১২ সকাল ৯.৩০টার সময় ত্রিশাল ইউনিয়নের রাঙ্গামাটি নামক স্থানে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ০৫ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আর ও তিনজন মৃত্যুবরণ করেন। জেলা প্রশাসক, ময়মনসিংহ জনাব লোকমান হোসেন মিয়া গুরুতর আহতদের দেখতে ময়মনসিংহমেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি আহতদের চিকিৎসার জন্য একুশ হাজার টাকা প্রদান করেন। এছাড়া নিহতদের দাফন-কাফনের জন্য জেলা প্রশাসনের সহায়তায় ৫ জন নিহতের পরিবারকে পাঁচ হাজার টাকা করে মোট পচিশ হাজার টাকা প্রদান করা হয়। এ ঘটনায় এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস