Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ত্রিশাল উপজেলাতে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন
বিস্তারিত

আজ ০৯ডিসেম্বর,২০১২ সারাদেশে নারী অগ্রযাত্রার পথিকৃত বেগম রোকেয়া সাখাওয়াত এর জন্ম ও মৃত্যু দিবস। সেই লক্ষ্যে সারাদেশ ব্যাপী দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে ত্রিশাল উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, ত্রিশালের উদ্দোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে এক বর্ণাঢ্য র‌্যালী ত্রিশাল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিশাল উপজেলা পরিষদে সমাপ্ত হয়। র‌্যালীর পর ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মফিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, নারী নেতৃবৃন্দ, সমবায় সমিতির মহিলা উদ্দোক্তা বৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তাগণ বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে বাল্য বিবাহ রোধ করে নারীর ক্ষমতায়ন নিসচিত করার আহবান জানান।

 

দুর্ণীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ ত্রিশাল উপজেলাতেও যথযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্ণীতি প্রতিরোধ দিবস। এ উপলক্ষে ত্রিশাল প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি ত্রিশাল উপজেলা পরিষদে সমাপ্ত হয়। এর পরে ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দুর্ণীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির জন্য গুরুত্বারোপ করেন। দিবসের কর্মসূচি সমূহ ত্রিশাল উপজেলা প্রশাসন এবং ত্রিশাল উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির যোথ উদ্দোগে অনুষ্ঠিত হয়।

ছবি
ডাউনলোড