বাল্যবিবাহ ও যৌনহয়রারি প্রতিরোধ ব্রিগেড (বায়ৌপ্রব্রি)
বাল্যবিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধে গঠিত ব্রিগেড কর্মীদের ব্যাপক সফলতায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলাকে ‘বাল্যবিবাহ মুক্ত’ ঘোষণা করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।বুধবার সকালে ত্রিশাল নজরুল একাডেমী মাঠে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।অনুষ্ঠানে জানানো হয়, বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ ব্রিগেড গত ৬ মাসে ৬৮টি বাল্য বিবাহ বন্ধ করছে। ব্রিগেডের তৎপরতায় বাল্য বিবাহ বন্ধ হয়ে যাওয়ায় উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়।বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ ব্রিগেডের প্রশংসা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান বলেন, বাল্য বিবাহ মুক্ত আজকের এই ত্রিশাল উপজেলা বিগ্রেড সদস্যদের শ্রমের ফসল। এরা শুধুমাত্র ত্রিশালের নয় সারাদেশের সকল মেয়েদের গতি বাড়িয়ে দিচ্ছে, মনোবল বাড়িয়ে দিচ্ছে।